• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধোপাজান নদীর বালু-পাথর উত্তোলন বন্ধের নির্দেশ সুনামগঞ্জের ডিসির।

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫
ধোপাজান নদীর বালু-পাথর উত্তোলন বন্ধের নির্দেশ সুনামগঞ্জের ডিসির।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা ৯ নভেম্বর সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ,সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির, সেনাবাহিনীর ক্যাম্পের প্রতিনিধি,র‌্যাব প্রতিনিধি,সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান,পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ, নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন আহমেদ, খেলাফত মসলিস নেতা সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী,সাংবাদিক খলিল রহমান প্রমুখ।

সভায় সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান নদীর বালু-পাথর লুটপাঠ বন্ধের জন্য সভায় দাবী জানান অনেক সদস্য। জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন সুনামগঞ্জ বিজিবির পক্ষ থেকে কোর কমিটির নিকট লিখিত বক্তব্যে জানিয়েছেন এখানে আইন শৃংখলার অবনতি ঘটার আশংকা রয়েছে। তাই মানুষের জীবন আগে যদি কোন অঘটন ঘটে তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ধোপাজান নদীর বালু-পাথর উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। জেলা প্রশাসক আরও বলেন এতোদিন বন্ধ রাখতে পারলাম এখন কেন পারলাম না কারণ লিমপিড ইঞ্জিয়ারিংয়ের একটি অনুমোদন রয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছ থেকে বিট বালু উত্তোলনের। তার পর ও আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। যেহেতু সবাই আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেছেন তাই জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বালু-পাথর উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো। এছাড়াও সভায় সুনামগঞ্জ জেলার সার্বিক আইন শৃংখলার বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা হয়েছে।