সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামাগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুল বলেছেন, ধানের শীষের বাইরে আমরা কেউই নই। বিএনপি আমার মা, খালেদা জিয়া আমাদের অভিভাবক, তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, এ দেশের গণমানুষের মজলুম নেতা। দলের প্রতি পরিপূর্ণ আনুগত্য রেখে বলছি, আমি এখনও মনোনয়নের ব্যপারে আশাবাদী। দল অবশ্যই সঠিক সময়ে একজন ত্যাগি ও কারা-নির্যাতিত একজন নেতাকে বেছে নিবে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সহস্রাধিক মোটরসাইকেল বহরে সুনামগঞ্জ থেকে নিজ এলাকা তাহিরপুরে পৌঁছে এক পথসভায় এসব কথা বলেন তিনি। তাহিরপুরে পৌঁছে কর্মী সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে তাহিরপুর পুর্ব বাজারে এক পথ সভায় মিলিত হন কামরুল। গাড়িবহর করে আসার পথে তাহিরপুর-সুনামগঞ্জ পুরো সড়ক জুড়ে ‘কামরুল ছাড়া মানি না’ স্লোগানে মুখর হয়ে উঠে।
সভায় কামরুল আরও বলেন, এ জনতাই আমার সব। এ জনতাই আমাকে সৃষ্টি করেছেন। আমার সঙ্গে আপনারা আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। আপনাদের সঙ্গে নিয়েই লড়বো। এটা প্রাথমিক মনোনয়ন। আমার বিশ্বাস, চূড়ান্ত মনোনয়নে দল আমাকে মূল্যায়ন করবে। এসময় উপস্থিত কর্মী-সমর্থকরা স্লোগান ধরেন, ‘কামরুল ছাড়া বুঝি না, মানি না।’
শেষে কামরুল সমর্থকদের উদ্দেশ্য বলেন, আমি ঢাকায় যাব, কয়েকদিন থাকবো। এসময়ে আপনারা একেকজন কামরুল হয়ে এলাকায় কাজ করে যাবেন। বিজয় আমাদেরই হবে।