• ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে ডিলারের বাড়িতে নেয়ার পথে খাদ্য বান্ধবের ৮ বস্তা চাল আটক

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫
জগন্নাথপুরে ডিলারের বাড়িতে নেয়ার পথে খাদ্য বান্ধবের ৮ বস্তা চাল আটক

বিবিএন নিউজ:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক খাদ্যবান্ধব ডিলারের বিরুদ্ধে চাল নিজ বাড়িতে নেয়ার পথে আটকের অভিযোগ উঠেছে। পর্যটন আকর্ষণ

 

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এলাকাবাসী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে জানা যায়,উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের খাদ্য বান্ধব ডিলার আনোয়ার হোসেন গতকাল সোমবার সকালে নিজ গুদাম থেকে খাদ্য বান্ধব আট বস্তা চাল ব্যাটারী চালিত মিশুক গাড়ি দিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় কামিনীপুর পয়েন্টে সচেতন নাগরিকরা আটক করেন।

 

বিষয়টি উপজেলা প্রশাসন কে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে গিয়ে আটককৃত চাল পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিন্মায় রাখেন। বিকেল সাড়ে তিন টার দিকে চেয়ারম্যানের জিন্মায় রাখা চাল ডিলার বিতরণ করার কথা বলে আনতে গেলে লোকজন বাঁধা দেন। পরে চাল বিতরণ স্থগিত রাখা হয়।

 

এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী রাসেল বক্স জানান,খাদ্য বান্ধব চাল গরিবের মধ্যে বিতরণ না করে ডিলার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করেন। আমরা সুষ্ঠু তদন্ত পূর্বক এ ঘটনার বিচার চাই।

নুরুল আমীন নামের আরেক অভিযোগকারী বলেন, পাটলী ইউনিয়নের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জেলা প্রশাসকের নিকট রয়েছে। এ ঘটনার তদন্তের আগেই শুরুতেই ডিলার চাল বিতরণ না করে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা বিস্মিত।

 

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, ডিলারের দাবি উপকারভোগীরা পরিবহন খরচ কমাতে একসঙ্গে চাল নিচ্ছিলেন। সহকারী কমিশনার ভূমির নির্দেশে চাল আমাদের কাছে জব্দ রয়েছে।

 

এ বিষয়ে জানতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিনের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।