• ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চালবাহী ট্রাকের ধাক্কায় পড়ে গেল ট্রেনের ইঞ্জিন, নিহত ১

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫
চালবাহী ট্রাকের ধাক্কায় পড়ে গেল ট্রেনের ইঞ্জিন, নিহত ১

বিবিএন নিউজ:

ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে চট্টগ্রামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের সাগরিকা রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে।

 

নিহত ব্যক্তির নাম শামসুল হাই আলম। তিনি নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগরিকা স্টেডিয়াম রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হচ্ছিল। এ সময় ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয় একটি চালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে থাকা শামসুল আলম নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। আর ট্রাকের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ও একটি কন্টেইনার লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।

 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ট্রেনটিতে থাকা পণ্যবাহী কন্টেইনার সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রেল সংশ্লিষ্ট কারও কোনো গাফিলতি ছিল কনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে রেল যোগাযোগ চালু করতে কাজ চলছে।