• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলার মাসিক আইন শৃংখলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৫
সুনামগঞ্জ জেলার মাসিক আইন শৃংখলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার মাসিক আইন শৃংখলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর রবিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির, সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল হাসান রাসেল, ডিডি এলজি মোহাম্মদ মতিউর রহমান, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী,সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, এন এস আই ডিডি মোহাম্মদ কবির আহমেদ, খেলাফত মসলিস নেতা সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সেলিম আহমদ তালুকদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নেতা ইমন দোজা প্রমুখ।

সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু-পাথর উত্তোলন ও পাড় কাটা বন্ধের জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই তিনটি টাস্কফোর্স কমিটির মাধ্যমে প্রতিদিনই অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান। জেলা প্রশাসক জানান শুধু প্রশাসনের উপর নির্ভর না করে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ও সহযোগিতার আহ্বান জানান। সুনামগঞ্জ শহরের যানজট নিরসন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ও আশ্বাস দিয়েছেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট দ্রুত পেশ করার তাগিদ দিয়েছেন। সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্পটে মাদক দ্রব্যের অপ ব্যবহার বন্ধ ও সীমান্ত অতিক্রম করে না আসার ব্যাপারে আহ্বান জানান। সুনামগঞ্জ শহরের সিলেট সুনামগঞ্জ মহাসড়কের স্পীড ব্রেকার মানুষের অসুবিধার কারণ হওয়ার কারণে এ গুলো কমানোর দাবী জানান। সুনামগঞ্জ শহরের ধোপাকালী শ্মশান ঘাটের জায়গা নিয়ে দু পক্ষের সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক কে দুই পক্ষের কাগজপত্র দেখে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক জানান সুনামগঞ্জ জেলায় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে এর থেকে পরিত্রাণ পেতে সবাই কে সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও বলেন জেলার জন্ম নিবন্ধন নিয়ে নানা জঠিলতা দেখা দিয়েছে । জেলায় ৪৮২ জন মা বাবার বয়স আটারো বছরের নীচে হওয়ার কারণে সন্তানের জন্ম নিবন্ধন দেয়ার ক্ষেত্রে জঠিলতা দেখা দিয়েছে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঠিক মত এ বিষয়ে দায়িত্ব পালন না করায় জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেবেন বলেও জানান।