• ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়াম ল্যাবরেটরী স্কুলে ভিত্তি প্রস্তর উদ্ভোদন করেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫
বিয়াম ল্যাবরেটরী স্কুলে ভিত্তি প্রস্তর উদ্ভোদন করেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

সুনামগঞ্জ প্রতিনিধি:

‎সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলে নতুন একাডেমিক ভবন-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

‎শনিবার ( ১১অক্টবোর ) রাত সাড়ে সাতটায় পৌর শহরের কাজির পয়েন্টের নদীর পার সংলগ্ন বিয়াম ল্যাবরেটরি স্কুলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল। সুনামগঞ্জ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।বিয়াম ল্যাবরেটরী স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। উপাধ্যক্ষ মো: আবুল হাসান প্রমুখ।

‎ভবনে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: জিয়াউল হক। জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: শামসুল হক। লালপুর পাথর ব্যবসায়ীর সভাপতি হোসেন আলী। প্রতিষ্ঠান, পাথর ব্যবসায়ী সমিতি জামালগঞ্জ, তাহিরপুর কয়লা আমদানি গ্রুপ । মেসার্স জিহান এন্টারপ্রাইজ।

‎এছারও ছিলেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজিরা জাহান চৌধুরী, আমিনা খাতুন,অভিজিৎ রায় শুভ অন্যান্য কর্মকর্তা অভিভাবকরা উপস্থিত ছিলেন।