সুনামগঞ্জ,ষ্টাফ রিপোর্টার:
ওয়েব চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টুর সহধর্মিনী নাসরিন আউয়াল মিন্টু বলেছেন, যদি সমাজে একজন নারী প্রতিষ্ঠিত হন তাহলে একটি পরিবার প্রতিষ্ঠিত হলো। তাই নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন বিগত দিনে নারীদের কাজ করার তেমন সুযোগ সুবিধা ছিল না । এখন আর সেই অবস্হা নেই। ব্যাংক গুলোকে পলিসির মাধ্যমে ঋণ দেয়ার অনুরোধ জানানো হয়। তিনি বলেন নারীদের হয়রানী মুক্ত ভাবে ঋণ সুবিধা দিলে তারা তাদের ব্যবসায়িক কর্মকান্ড বৃদ্ধি করতে পারবেন। কিন্ত ব্যাংক নারীদের ঋণ দিতে আগ্রহী নয়। নারীদের উৎপাদিত অনেক পণ্য এখন বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে। সিলেট অঞ্চলের যত নারী উদোগক্তাগন আছেন তাদের সবাই কে এগিয়ে নিয়ে আসার জন্য আহবান জানিয়ে বলেন এতে নারী সমাজ অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। এ ব্যাপারে এস এম ই ফাউন্ডেশন ও বিসিক এর ভূমিকা ও কম নয়। নারীদের চাহিদা তারা সমতা, মর্যাদা ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে দেশ ও জাতির জন্য কিছু করা।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ভারতীয় হাইকমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারি মিঃ টি হানসী, মিঃ মানাস কুমার মুস্তাফী, এফবিসিসিআই সাবেক পরিচালক হিজকিল গুলজার ,সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, নাসিব সভাপতি আলীমুল এহ্সান চৌধুরী,মহিলা অধিদপ্তরের শাহিনা আক্তার, সিলেট বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক চৌধুরী,তৃণমূল নারী উদোগক্তা জাতীয় সমন্বয়ক অনিতা দাস গুপ্তা,
বিসিক এর ডিজি এম সোহেল হায়দার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি, পরিচালক সামা হক চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, জাকিয়া ফাতেমা লিমি চৌধুরী,সুলতানা চৌধুরী,রেহানা আফরোজ খান, গাজী জিনাত আফজা শাহানা আক্তার,সাইমা সুলতানা চৌধুরী, রেহানা কবির শিরীন, আসমাউল হাসনা খান। পরে মধ্যাহ্ন ভোজ ও ধামাইল গান অনুষ্ঠিত হয়।