নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা, এবং আলিম ১ম বর্ষের ছবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই আয়োজন মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল কিরাত, হামদ, নাত, এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতা। শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা পরিচালনা করা হয়।
যোহরের নামাজের পর মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শামসুল কবির মিসবাহ এবং গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মইনুল হক মুমিন।
অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু ইউসুফ মোহাম্মদ মানিক। আলোচকবৃন্দ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দ্বীনি শিক্ষা ও নৈতিক উন্নতির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় এবং প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের ছবক প্রদান করেন। তিনি তাদের শিক্ষা-জীবনে সফলতার দিকনির্দেশনা দেন।
আলোচনা শেষে রসুলগঞ্জ বাজার জামে মসজিদের প্রধান ফটক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাজারের ভেতরের গলি ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার মূল ফটকে এসে শেষ হয়। এতে মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্রসহ অসংখ্য নবীপ্রেমিক জনসাধারণ অংশগ্রহণ করেন। র্যালি চলাকালে অংশগ্রহণকারীদের কণ্ঠে নাত ও দরূদে রাসূলের ধ্বনি ধ্বনিত হয়।
পরিশেষে মাদ্রাসার হলরুমে মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

