• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের ঐক্যবদ্ধ না থাকলে কোন সুফল আসবে না-প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিক দের মধ্যে কোন বিভাজন সৃষ্টি করলে নিজেরাই দুর্বল হবেন। ঐক্যবদ্ধ না থাকলে কোন সুফল আসবে না। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের সোচ্চার হতে হবে। প্রেস কাউন্সিলের পক্ষ থেকে কোন সাংবাদিক দের শাস্তির আওতায় আনা যাবে না। শাস্তির জন্য আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। শাস্তি দিয়ে কোন কাজ হবে না। সাংবাদিক গণ সন্মান জনক। সবাই কে নীতি নৈতিকতার সাথে সাংবাদিকতা করতে হবে। অপ সাংবাদিকতা থেকে সতর্ক থাকার আহবান জানান।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপ সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল। সুনামগঞ্জ জেলার অর্ধশতাধিক সাংবাদিক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।