সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
ওইদিন সুনামগঞ্জ শহরের মহিলা কলেজ রোড এলাকায় বাংলাদেশ শিশু একাডেমির কার্যালয়ে রচনা, হামদ/না’ত প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, হাফিজ মাওলানা নুর হোসাইন, গবেষক সুভাস উদ্দিন, সংগীত প্রশিক্ষক শাহাব উদ্দিন, শিক্ষক শাহ মুশাহিদ আলম ফয়সল।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন হাফিজ মাও. নুর হোসাইন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দিনটি উদযাপনে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।