• ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৎস্য জীবিদের প্রনোদনা দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫
মৎস্য জীবিদের প্রনোদনা দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

সুনামগঞ্জ প্রতিনিধি:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওরের মৎস্যজীবীদের প্রনোদনা দেয়ার পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। অভয়াশ্রম করার জন্য ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে। রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর কে গুরুত্বপূর্ণ মনে করে পর্যটন নিয়ন্ত্রণিত ও দায়িত্বশীল আচরণ করার আহবান জানান। কৃষি কে ও প্রাধান্য দিতে হবে।

৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধা ৬ টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষে করনীয় নির্ধারণ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব‍্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ফেরদৌস, যুগ্ম সচিব আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, জেলা মৎস্য অফিসার সামসুল করিম, জেলা প্রাণী সম্পদ অফিসার, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সহ অন্যান্য কর্ম কর্তা গণ উপস্থিত ছিলেন।

 

তিনি আরও বলেন বাংলাদেশের প্রায় ৮০% হাওরই সিলেট অঞ্চলে অবস্থিত। এই হাওর শুধু মাছের জন্য নয়, গরু-ছাগলসহ অন্যান্য প্রাণিসম্পদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাওরকে ঘিরে টেকসই উন্নয়ন নিশ্চিত করা আমাদের জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। একইসাথে আমাদের স্থানীয় মৎস্য সম্পদ সংরক্ষণ করা দরকার। কারণ স্থানীয় মাছের বৈচিত্র্যই আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের জোর দিতে হবে নিরাপদ মৎস্যচাষের উপর। পানিতে যেন অ্যান্টিবায়োটিক বা কীটনাশকের মাত্রা বেড়ে না যায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। হাওড়ের কৃষিকে কীটনাশক, বালাইনাশক মুক্ত করতে হবে। সম্পূর্ণ বালাইনাশক মুক্ত করা না গেলেও অন্তত নিয়ন্ত্রনের ব্যবস্থা করতে হবে কারণ স্বাস্থ্যকর ও টেকসই মাছ উৎপাদন নিশ্চিত করা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই।

উপদেষ্টা আরও বলেন হাওর ও নদীর নাব্যতা সংকটের জন্য নদী ও হাওর খনন জরুরী। হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন‍্য সবাই কে কাজ করার আহবান জানান।