• ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট কুমারগাও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে : বিদ্যুৎ সরবরাহ অনিশ্চিত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
সিলেট কুমারগাও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে : বিদ্যুৎ সরবরাহ অনিশ্চিত

বিবি এন নিউজ সিলেটঃ সিলেটের কুমারগাঁও পল্লী বিদ্যুতের গ্রিড লাইনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।তবে এখনো আগুন নেভেনি বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমারগাঁও পল্লী বিদ্যুতের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে (গ্রিডে) আগুনের সূত্রপাত হয়। ফলে পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট কাজ করছে।

সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেছেন, কখন বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের জয়ন্ত কুমার নামের এক সদস্য আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে  সিলেট ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সিলেট প্রতিদিনকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে।তবে আগুন পুরোপুরি নেভেনি। আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট কাজ করেছে জানান তিনি।

সিলেট প্রতিদিন/এমএ