• ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে আসামি গ্রেফতার করতে গিয়ে হামলায় ২ পুলিশ আহত

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫

ছাতক প্রতিনিধি:

ছাতকে নিয়মিত মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার টেঙ্গারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রোমেন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়ে টেঙ্গারগাঁও গ্রামে নিয়মিত মামলার আসামি শাহীন মিয়াকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন।

এসময় স্থানীয় চোরাকারবারিরা পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশকে ঘিরে ফেলে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে গুরুতর আহত করে।

 

ঘটনার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খাঁন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাৎক্ষণিক অভিযানে ৬জনকে আটক করা হয়।

 

গুরুতর আহতাবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অপরজনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে।

 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খাঁন জানান, এ ঘটনায় তাৎক্ষণিক ৬জনকে আটক করা হয়েছে। অনান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।