• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলার হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র অন্বেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র অন্বেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে দিন ব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডঃ মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে সেমিনারের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম, উপ পরিচালক ফিলফাত জাহান যুবাইরা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের প্রভাষক অধ্যাপক ড মোহাম্মদ মনযুর উল হায়দার।

সুনামগঞ্জের হাওর অঞ্চলের বিয়ের গান ও ধামাইল নাচে নারীর জীবন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারী কলেজের প্রফেসর ড রোখসানা পারভীন চৌধুরী,হাওর জনের কথা,ভাষা ও আশা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লেখক সাংবাদিক উজ্জ্বল মেহেদী,সুনামগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম।

এছাড়াও আলোচনার করেন লেখক গবেষক ইকবাল কাগজী, প্রভাষক এনামুল কবির, সুবাস উদ্দিন, শারমিন জাহান শিমুল, আজিজুর রহমান তহুর,সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক পংকজ দে, খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, দেওয়ান গিয়াস, প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, কানিজ সুলতানা, প্রভাষক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

বক্তরা সুনামগঞ্জ জেলার হাওর এলাকার ভাষা ও সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। এখনই এসব সংরক্ষণ না করলে তা হারিয়ে যাবে। ইতিমধ্যেই কিছু কিছু হারিয়ে গেছে। এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অংশ বলে ও উল্লেখ করেন।