ছাতক প্রতিনিধি:
ছাতকে সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে সুরমা নদীর ঘাটে গোসল করতে গিয়ে এদুর্ঘটনা ঘটে।
সে, ছাতক পৌরসভার নোয়ারাই গ্রামের ইলিয়াস আলীর পুত্র সুফিয়ান আহমদ (১৭)।
জানা যায়, বুধবার সুরমা নদীতে একটি ভলগেট নৌকায় কাজ করার পর বিকেলে নদীর ঘাটে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় সুফিয়ান।
খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জালাল আহমদের নেতৃত্বে একদল ডুবুরি সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় সুরমা নদী থেকে সুফিয়ানের লাশ উদ্ধার করেন।