• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫
সুনামগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামি তাজ উদ্দিনকে র‍্যাব এর অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল

প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মনির উদ্দিনের পুত্র তাজ উদ্দিন (৩৮)

 

জানা যায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের নজরুল

ইসলামের প্রতিবেশীর সীমানা নিয়ে বিবাদীদের সাথে

বিরোধ ছিল। গত ১৫জুন সকাল ৭ ঘটিকায় স্থানীয় নোয়াখালী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পৌছামাত্র বিবাদীগণ সুলফি, লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে ভিকটিমকে প্রানে মারার জন্য বুকে পিঠেসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে

আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের

করেন। মামলার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র‍্যাব-১০ এর একটি যৌথ অভিযানে

মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল

প্লাজা এলাকায় অভিযান চালিয়ে শান্তিগঞ্জ থানার মামলা নং- ১২/৯৫, তারিখ- ২১ জুন ২০২৫ খ্রিঃ,

ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে জমি সংক্রান্ত

বিরোধের জেরে যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করেন।

 

মিডিয়া অফিসার

র‍্যাব-৯, সিলেট সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) থানায় হস্তান্তর করা

হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।