• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে বিভিন্ন মামলার পলাতক ৫ আসামি গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫
ছাতকে বিভিন্ন মামলার পলাতক ৫ আসামি গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. সাদেক, এসআই রাহিম, এসআই কামাল, এসআই সঞ্জয়, এএসআই তোহা, এএসআই নাছির, এএসআই মাসুদ, এএসআই সোলায়মান, এএসআই রাসেলসহ একদল পুলিশ সদস্য পৃথক অভিযান চালিয়ে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাঘারাই গ্রামের আব্দুল

মান্নানের পুত্র বাতির মিয়া (৬২), বাতির মিয়ার পুত্র মুহিত আহমদ স্বপন (৩৫), আব্দুল মান্নানের পুত্র শানুর মিয়া (৫৫), রানা মিয়ার পুত্র রাহিত মিয়া (৩৫) ও

পৌর শহরের নোয়ারাই গ্রামের মতই মিয়ার পুত্র ও দায়রা-১২৬/১৭, সিআর- ৩০৫/ ১৬ ( ছাতক ) মামলার সাজাপ্রাপ্ত আসামি শেবুল মিয়া চৌধুরীকে গ্রেফতার করেন।

 

থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত সকল আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।