• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাস্ক পরা নিশ্চিতে কঠোর হচ্ছে সরকার: চলবে অভিযান

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২০
মাস্ক পরা নিশ্চিতে কঠোর হচ্ছে সরকার: চলবে অভিযান

বিবি এন নিউজ ঢাকাঃ অবশেষে কঠোর হচ্ছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাসহ সচেতনতা বাড়াতে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে।  আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, এ বিষয়ে  গতকাল সংশ্লিষ্টদের বলে দেয়া হয়েছে। দু–এক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ জন্য সবাইকে আরেকটু প্রস্তুতি নিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়।  বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে প্রাতিষ্ঠানিক আর্থিক হিসাবের মধ্যে আনাসহ কয়েকটি উদ্দেশে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের’ খসড়া অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয় বৈঠকে।।