সুনামগঞ্জ প্রতিনিধি:
সিলেট শহরের ঐতিহ্যবাহী এলাকা হাওয়াপাড়ায় দিশারী সমাজ কল্যাণ সংস্থা প্রবাসীদের নিয়ে প্রবাসী মমতবিনিময় সভা আয়োজন করে। শনিবার (১৯ জুলাই) রাত ৯-৩০ মিনিটে হাওয়াপাড়ার দিশারী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু জাফর মোঃ কামরানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বেলাল আহমদ স্বপনের পরিচালনায় এই সভাটি হয়।
এ সময় বক্তব্য রাখেন: হাসান কবির চৌধুরী, মোঃ মুহিত হোসেন,মোঃ জাকির হোসেন,রাহেল আহমদ, শাহ নাইম, প্রবাসীদের মধ্যে কাওছার ফেরদৌস (তাছিন), তাজকিয়া ফেরদৌস,মীলহান কবির চৌধুরী,রাহিন গুলজার,রাফিদ গুলজার প্রমুখ।
বক্তব্যে বক্তারা প্রবাসীদের নিয়ে এই রকম আয়োজনের জন্য দিশারী সমাজ কল্যাণ সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রবাসী ও নিবাসী মানুষের মধ্যে যাতে এ রকম বন্ধন অটুট তাকে সেই আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসীরা আমাদের দিশারী সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমে সব ধরনের সাহায্য ও সহযোগীতার আশ্বাস দেন।
প্রবাসী মতবিনিময় সভায় কাওছার ফেরদৌস (তাছিন),তাজকিয়া ফেরদৌস, রুয়াইদা গুলজার, মীলহান কবির চৌধুরী, রাহিন গুলজার, রাফিদ গুলজার এই ছয়জন কে সম্মাননা স্মারক প্রদান করেছেন।
এখন পর্যন্ত দিশারী সমাজ কল্যাণ সংস্থা ১০০ জনের অধিক হাওয়াপাড়া এলাকার প্রবাসী ভাই-বোনদের এই রকম সম্মাননা স্মারক প্রদান করেছেন।
পরিশেষে আপ্যায়নের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।