• ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শাল্লায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
শাল্লায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে। স্বজনরা শিশু দুজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক- উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব বিশ্বাস তাদের মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় ওয়ার্ড মেম্বার আলমাছ মিয়া ও গ্রাম বাসি সূত্রে জানাযায় একই উপজেলার শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া(৫) বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া(৫) এর সাথে খেলাধুলায় ব্যস্ত ছিল, খেলাধুলার করার এক ফাঁকে এ দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়।

 

এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷