সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এবং সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ-০৪ ( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ।
মঙ্গলবার (১জুলাই) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন এবং কুরবান নগর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে তিনি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন এবং কুরবান নগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এই ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।