সুনামগঞ্জ প্রতিনিধি:
রোটারি ইন্টারন্যাশনাল বর্ষ ২০২৫–২৬ শুরুর প্রাক্কালে “Unite for Good” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জোনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সভাপতি কামরুজ্জামান চৌধুরী রুম্মান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রোটারি কেবল একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন—মানবিক মূল্যবোধ, নেতৃত্ব এবং নিরব সেবার এক আদর্শ রূপ। ‘Unite for Good’ প্রতিপাদ্যটি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণা দেয়।”
সভায় ২০২৫–২৬ বর্ষের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি কমিটি গঠন করা হয় এবং প্রাক্তন সভাপতি হাসান কবির চৌধুরীকে কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়।
আলোচনায় অংশ নেন পিপি কবির উদ্দীন, পিপি কামাল উদ্দীন, পিপি তানিয়া আহমদ, পিপি ইণ্ঞ্জিনিয়ার অলশুমন ভট্টাচার্য রাকু, পিপি শাহ জামাল আহমদ, পিপি মো. আজিজুর রহমান, পিপি আব্দুর রহমান, পিপি এড. আব্দুল হাফিজ, পিপি আকতার চৌধুরী রুবেল, পিপি হাসিনা মমতাজ আলপনা, পিপি গোলাম হামিদ বাবুল, পিপি মোহাম্মদ কায়েস আহমদ, পিপি আজাদ শিপন, পিপি মো. মামুন আহমদ, পিপি আব্দুর রহমান, পিপি আব্দুল বাসিত, পিপি ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার, পিপি এড. এম এ সালেহ চৌধুরী, পিপি আবু সালেহ এয়াহিয়া, পিপি কামারুজ্জামান মাছুম, পিপি কবিরুল ইসলাম, পিপি মুহাম্মদ মনজুর আল বাসেতসহ অন্যান্য অভিজ্ঞ রোটারিয়ানগণ। তাঁরা “Unite for Good” প্রতিপাদ্যের আলোকে সমাজসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩০ জুন সিলেট প্রেস ক্লাবে রোটারি বর্ষ ২০২৫–২৬ উপলক্ষে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই হোটেল রয়েল মার্কে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের মাধ্যমে রোটারিয়ানদের মাঝে কলার হ্যান্ড ওভার (নেতৃত্ব হস্তান্তর) কার্যক্রম সম্পন্ন করা হবে।
রোটারিয়ানগণ আশাবাদ ব্যক্ত করেন, “Unite for Good” এর চেতনাকে সামনে রেখে নতুন বর্ষে রোটারির মানবসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও ব্যাপক হবে।