• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে স্বাস্থ্য সহকারীদের দাবী আদায়ে কর্ম বিরতি

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৪, ২০২৫
ছাতকে স্বাস্থ্য সহকারীদের দাবী আদায়ে কর্ম বিরতি

ছাতক প্রতিনিধি:

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা হইতে ১০টা প্রর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি ছাদেকুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন,

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আমিরুল হক, ছাতক উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য জয়দেব নারায়ন ভৌমিক, উপদেষ্টা পরিষদের সদস্য মো: সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক নিকলেশ দেবনাথ, কোষাধ্যক্ষ মুহিবুল ইসলাম, প্রচার সম্পাদক এনামুল হক, সদস্য আল আমিন ফাম্মি, স্বাস্থ্য সহকারি নাসির আলী, সুজন মিয়া, রুবেল আহমদ, কিবরিয়া প্রমুখ।

 

বক্তারা বক্তব্যে বলেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে ছাতক উপজেলা শাখার অবস্থান কর্মসূচি কর্ম বিরতি থেকে অবিলম্বে স্বাস্থ্য সহকারীদের শতভাগ ন্যায্য ও যুক্তিক প্রস্তাবিত ছয় দফা দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করা হয়।