রেজাউল করিম আদনান (দোয়ারাবাজার প্রতিনিধি):
৫ জুন বৃহস্পতিবার বিকাল ৫ঘটিকায় স্থানীয় নরসিংপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে আশার আলো প্রবাসী সোসাইটির আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান।
মাওলানা জুয়েল আহমদ আমিনির কোরআন তেলাওয়াতে আবিদ রনি ও ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা লন্ডন প্রবাসী জনাব নুরুল আমিন। ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সৌদি আরব প্রবাসী জনাব সমুজ আলী (সমুজ)
অনুষ্ঠানে ৫টি প্রজেক্টে অনুদান প্রদান করা হয়।
১/ তাজুদ আলী (ক্যান্সার রোগী)
তেরাপুর- ৩০,০০০ টাকা।
২/ রইসুল ইসলাম (ক্যান্সার রোগী)
শ্রীপুর- ৩০,০০০ টাকা।
৩/ নুর মিয়া নুরু (অসহায়)
নরসিংপুর- ১৫,০০০ টাকা।
৪। মরহুম মানিক আলীর পরিবার (মৃত্যুর পূর্ব ঘোষিত চিকিৎসা) খাইরগাঁও- ১৫,০০০ টাকা।
৫। নরসিংপুর কেন্দ্রীয় ঈদগাহ (পুননির্মাণ বাবদ) অনুদান- ৬০,০০০ টাকা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব আলতাফুর রহমান খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বারের সম্মানিত সদস্য জনাব এডভোকেট সিরাজুল ইসলাম, জনাব হাফিজুল ইসলাম জুয়েল, জনাব আব্দুর রউফ, ফখর উদ্দিন, সানোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সোসাইটির নবযুক্ত সদস্য জনাব তোতা মিয়াকে ফুল দিয়ে বরণ করা হয় এবং দেশে অবস্থানরত সদস্যদের সম্মাননা
ক্রেস্ট প্রদান করা হয়। তাদের মধ্যে:
সোসাইটির সহ সভাপতি (কুয়েত প্রবাসী) জনাব আব্দুল খালিক, সহ সভাপতি (সৌদি আরব প্রবাসী) জনাব নজরুল ইসলাম, সিনিয়র সদস্য (সৌদি আরব প্রবাসী) শাহাব উদ্দিন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (ওমান প্রবাসী) জনাব নুরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব সাবুর আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম, সদস্য (সৌদি আরব প্রবাসী) জনাব সোহেল আহমদ, সদস্য (সৌদি আরব প্রবাসী) জনাব জালাল আহমদ, সদস্য (ওমান প্রবাসী) জনাব বিল্লাল হোসেন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সোসাইটির মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সভা সমাপ্তি ঘোষণা করেন।