• ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে পুলিশের অভিযানে ২ ডাকাত গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত মে ২৮, ২০২৫
ছাতকে পুলিশের অভিযানে ২ ডাকাত গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ধারণ বাজার এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সিকান্দর আলী, এএসআই তাইজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চলিতারবাক গ্রামের রোয়াব আলীর পুত্র ইদ্রিস আলী ও চরমহল্লা ইউনিয়নের মজুমদারীচর গ্রামের হারিছ আলীর পুত্র সানুর আলী।

 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ, আসামি গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।