• ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৩৯৮পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

bilatbanglanews.com
প্রকাশিত মে ২৪, ২০২৫
ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৩৯৮পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

ছাতক প্রতিনিধি:

ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৩৯৮ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে পৌরসভার বাস স্টেশন এলাকায় আটকের পর থানায় সোপর্দ করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন ফারাবি বিন আলীর নেতৃত্বে টহল টিমের একদল সেনা সদস্য পৌরসভার বাস স্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা বিক্রি কালে লায়েক মিয়া ও তারেক মিয়া নামের ২ ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩ প্যাকেটে ৩৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বাটন মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ৩৯৮টির মধ্যে ১৩টির আলামত নষ্ট হওয়ায় ৩৮৫টি দিয়ে মামলা দায়ের করা হয়।

 

আটককৃতরা, উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের শামসুল ইসলামের পুত্র লায়েক মিয়া (৩৫) ও একই ইউনিয়নের হরিষপুর গ্রামের আবাব মিয়ার পুত্র তারেক মিয়া (৩৭)।

 

থানার পিএসআই মঞ্জুরুল ইসলাম নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ৩৯৮টির মধ্যে ১৩টির আলামত নষ্ট হওয়ায় ৩৮৫টি দিয়ে আটক ২জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।