• ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকে হত্যা মামলার প্রধানসহ ২আসামি গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত মে ১৮, ২০২৫
ছাতকে হত্যা মামলার প্রধানসহ ২আসামি গ্রেফতার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ছাতক প্রতিনিধি:

ছাতকে সোনাফর আলী হত্যা মামলার প্রধানসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে এসএমপি’র জালালাবাদ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এসএমপির জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি তাজ উদ্দিন ও জাকির হোসেনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামের ময়না মিয়ার পুত্র তাজ উদ্দিন ও গ্রামের সয়ফুদ্দিনের পুত্র জাকির হোসেন।

 

জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামে গত ১২ মে সোমবার রাতে পিডিবির বিদ্যুৎ লাইন নড়াচড়ার বিষয় নিয়ে সোনাফর আলী ও সেলিনা বেগমের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক সালিশ বৈঠকের ব্যবস্থা করেন সোনাফর আলীর বাড়ীর পাশে। বৈঠক চলাকালে সেলিনা পক্ষের তাজ উদ্দিন গংরা উত্তেজিত হলে মুরব্বিরা উভয় পক্ষকে বৈঠকস্থল থেকে বিদায় করে মুরব্বিরাও চলে যান। এসময় বৈঠকস্থলে বসে থাকেন সোনাফর আলী (৭০)। তাজ উদ্দিন গংরা হটাৎ সোনাফর আলীর উপর হামলা চালালে তিনি মাটিতে লুটে পড়েন। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় তাজ উদ্দিনকে প্রধান আসামী করে ৭জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়।

 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, অনান্য আসামি গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।