• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জের আটগাঁও শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত মে ১৩, ২০২৫
জামালগঞ্জের আটগাঁও শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

জামালগঞ্জের আটগাঁও শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন জামালগঞ্জের সাচনাবাজার ইউপির বর্তমান সদস‍্য আব্দুল মোকাব্বির।

তিনি সংবাদ সম্মেলনে জানান, শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. মাহমুদুল হাসানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে একটি মহল তাঁর পদত্যাগের দাবি নিয়ে গতকাল সোমবার সকালে মাদ্রাসা সংলগ্ন শুকদেবপুর বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মিথ‍্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ এনে এমন জঘন‍্য কর্মসূচি পালন করায় আমরা এসব কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

তিনি জানান, দীর্ঘ ৩০ বছর যাবত জামালগঞ্জ উপজেলার আটগাঁও শুকদেবপুর দাখিল মাদ্রাসায় মাও. মাহমুদুল হাসান সুপারের দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করে আসছেন। কিন্তু মাদ্রাসার নিয়ম বিধি লংঘন করে একটি চক্র বিভিন্নভাবে নিজস্বার্থ হাসিল করতে এবং ফায়দা লুটার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাঁর মান-সম্মান ক্ষুন্ন করতে এবং সমাজে তাকে হেয় প্রতিপন্ন করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রের বহি:প্রকাশ হিসাবে যারা সুপারের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করে আসছেন, তারা মাদ্রাসার ম‍্যানিজিং কমিটিতে বিভিন্ন সময়ে সদস‍্য হওয়ার চেষ্টা করে ব‍্যর্থ হওয়া, চাকুরিতে আবেদন করে নিয়োগ লাভে ব‍্যর্থ হওয়া, বিভিন্ন অনুষ্ঠান পরিচালনায় মাদ্রাসার সুপারের কাছ থেকে চাঁদা না পাওয়ায়, মাদ্রাসার জমি কম দামে নিলাম নিতে ব‍্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

 

তিনি জানান, এসব কুচক্রীমহল সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ দায়ের করেছে। কিন্তু এসব মিথ‍্যা অভিযোগ প্রমাণ করতে ব‍্যর্থ হওয়ার আশংকায় এখন বেপরোয়া হয়ে উঠেছে। শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. মাহমুদুল হাসানের বিরুদ্ধে টাকা আত্মসাতের মিথ‍্যা অভিযোগ ও করেছে। তাঁর বিরুদ্ধে মিথ‍্যা অভিযোগ দায়েরের মাধ‍্যমে নানাভাবে হয়রানি করার চেষ্টা করে যাচ্ছে এবং পারিবারিক ও সামাজিকভাবে মানহানি করে চলেছে। এহেন অবস্থায় তাঁকে এবং আমাদের প্রতিষ্ঠানকে জড়িয়ে কুচক্রীমহলদ্বারা যেসব অপকর্ম করে চলেছে, এতে প্রতিষ্ঠানেরও সম্মানহানি ঘটেছে।

সংবাদ সম্মেলনে তিনি যেসব কুচক্রীমহল এহেন অপকর্মে লিপ্ত হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল খালিকের ছেলে জহুর উদ্দীন, মাহমুদুল হাসানের ছেলে মাহফুজ হাসান, মুনাজ্জির আলীর ছেলে মশিউর আলম, আব্দুল ছমাদের ছেলে জহুর মিয়া প্রমূখ।