• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত মে ৮, ২০২৫
সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয় মুজিব।

সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের পুত্র ও খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মো: মুজিবুর রহমান(১৭)।

 

জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে মুজিবুর রহমান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

থানার এসআই গোলাম সারওয়ার ঘটনার সতযতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সে মারা গেছে।