ছাতক প্রতিনিধি:
বাংলাদেশে অনুষ্টিত ২০১৬ সালে “পিএইচপি কোরআনের আলো “ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জনকারী ও পরবর্তীতে মালয়েশিয়া, কাতার,
সৌদি আরব, ইরান, ইন্ডিয়াসহ ৭টি দেশে বিজয়ী হাফিজ কলিম সিদ্দিকীকে শিবনগর রহিমা জুমারা হাফিজিয়া মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদরাসার হল রুমে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও শিক্ষানুরাগী প্রতিষ্টান পরিচালক আতাউর রহমান এমরানের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, মাদরাসা প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা সাইদুর রহমান লিটন, প্রতিষ্টানের প্রধান হাফিজ আব্দুল করিম, শিবনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ প্রমুখ। এসময় এলাকার শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন এবং সভা শেষে দোয়া করেন বিশ্বজয়ী হাফিজ কলিম সিদ্দিকী।