• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৫

bilatbanglanews.com
প্রকাশিত মে ৭, ২০২৫
ছাতকে পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার ৫

ছাতক প্রতিনিধি:

ছাতক থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার পলাতক ৫আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার উপজেলার পৃথক স্থানে পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রেজাউল, এএসআই তাইজ উদ্দিন, এএসআই মোঃ তোহা, এএসআই বিশ্বজিৎতের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাগলাজুর গ্রামে অভিযান চালিয়ে গ্রামের আছদ আলীর পুত্র জিলু মিয়া, আছিদ আলীর পুত্র ফটিক মিয়া, সায়েদ মিয়া ও তোতা মিয়াকে গ্রেফতার করেন। অপর অভিযানে উপজেলার জয়নগর গ্রামের কাশেম আলীর পুত্র তৈয়ব আলী মনাফকে গ্রেফতার করেন।

থানার এসআই গোলাম সারওয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদেরকে পুলিশ হেফাজতে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।