• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে গরুসহ চোর আটক

bilatbanglanews.com
প্রকাশিত মে ৩, ২০২৫
ছাতকে গরুসহ চোর আটক

ছাতক প্রতিনিধি:

ছাতকে চুরি হওয়া গরুসহ চোর সজিব আহমদকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পার্শ্ববর্তী জাহিদপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়।

শনিবার নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দোলারবাজার ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত তেরাব আলীর পুত্র আছকির আলীর চুরি হওয়া গাভী সহ ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের আমিনুল ইসলামের পুত্র গরু চোর সজিব আহমদ (২০)কে জাহিদপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে রাতে আটক করা হয়।

এঘটনায় আলমপুর গ্রামের আছকির আলী বাদী হয়ে থানায় মামলা (নং ৩) দায়ের করেন। এ মামলায় সজিব আহমদকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

 

জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সজিব আহমদকে দায়েরী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।