• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫
নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

বিবিএন নিউজ:

সাভারের পার্শ্ববর্তী সিংগাইরে নাতনিকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় নানা আজগরকে (৫০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজগর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মুদি দোকানি ছিলেন।

 

নিহতের শ্যালক নজরুল জানান, আজগরের নাতনিকে আলামিন নামে এক ছেলে রাস্তায় ইভটিজিং করত। সে কারণে গত সোমবার দুপুরে আজগর সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে রাতে পুলিশ এসে আলামিনের খোঁজ নিয়ে চলে যায়। পুলিশ আসার খবর পেয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসী আজগরকে কুপিয়ে রক্তাক্ত করে।

 

পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে জরুরিভাবে ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে আজগরকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মেহেদী শুভ বলেন, ‘রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ‘আজগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবরে সাভার মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিংগাইর থানায় হস্তান্তর করা হবে।’