• ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে রেনেসাঁ ইসলামিক সোসাইটির উদ‍্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। 

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫
ছাতকে রেনেসাঁ ইসলামিক সোসাইটির উদ‍্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। 

ডেস্ক নিউজ:

ছাতকের নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজার রেনেসাঁ ইসলামিক সোসাইটির উদ‍্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ এপ্রিল শনিবার সকালে স্থানীয় মানিকপুর-গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ক‍্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট মুরব্বি অবসরপ্রাপ্ত সহকারি কৃষি অফিসার আব্দুল হামিদ।

 

রেনেসাঁ ইসলামিক সোসাইটির সভাপতি মাস্টার আব্দুল হাই এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা কাওছার আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিরগাও দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকির হোসাইন, মাস্টার দেলোয়ার হোসেন, মাস্টার আনোয়ার হোসেন।

 

সোসাইটির সাংগঠনিক সম্পাদক হাফিজ ডাক্তার বিলাল হোসাইনের সার্বিক ব‍্যবস্থাপনায় এলাকার শতাধিক সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করেন। এসময় সোসাইটির সদস‍্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসুস্থ হলে এবং রক্তের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে রক্ত খোজে বের করা কঠিন। তাই রক্তের গ্রুপ জানা থাকলে যেকোন সময় বিপদে আপদে রক্ত দিয়ে মানুষের জীবন বাচানো সম্ভব। তাই অপপ্রচার না করে রক্তের গ্রুপ জানার বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে হবে।