• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের বার্মিংহামে এওআইসি ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫
যুক্তরাজ্যের বার্মিংহামে এওআইসি ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের বার্মিংহামে এসোসিয়েশন অব ইসলামিক কমিটমেন্ট এওআইসি ফাউন্ডেশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ই এপ্রিল ২০২৫, বার্মিংহামের স্টার ক্যাফেতে একটি সফল সভার আয়োজন করা হয়। বিকাল ২টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য, সহযোগী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন। ফাউন্ডেশনের চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

 

সভাটি সভাপতিত্ব করেন এওআইসি ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিমউদ্দিন। তিনি ফাউন্ডেশনের মূল উদ্যোগগুলোর উপর আলোচনার সূচনা করেন। সভাটি উপস্থাপন করেন মোহাম্মদ ওলু রহমান, যিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও আপডেট নিয়ে আলোচনা পরিচালনা করেন।

 

বিশিষ্ট বক্তারা সভায় অংশগ্রহণ করেন, তাঁদের মধ্যে ছিলেন: অধ্যাপক চন্দন মিয়া, কাউন্সিলর তুফাজ্জল হক, মোহাম্মদ আশরাফ উদ্দিন, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ সুজন আহমেদ, মোহাম্মদ মুতিউর রহমান, মোহাম্মদ কবিরুল হক, মোহাম্মদ আব্দুর রহিম, শামীম আহমেদ, বাদসামিয়া, মোহাম্মদ আব্দুল খালিক, মোহাম্মদ আখতার হুসাইন এবং মোহাম্মদ খাদিমুল ইসলাম মজুম। তাঁরা সকলেই কমিউনিটি উন্নয়ন, শিক্ষা এবং সহযোগিতার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং ফাউন্ডেশনের স্থানীয় ও আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম বিস্তারের পথ নিয়ে মতামত দেন।

 

সভা শেষে চেয়ারম্যান সেলিমউদ্দিন বলেন, “এই সভাটি অত্যন্ত সফল হয়েছে এবং এটি আমাদের সহযোগী ও সমর্থকদের সঙ্গে সংযুক্ত হওয়ার একটি দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে। সকল বক্তা ও অংশগ্রহণকারীদের অবদানে আমরা কৃতজ্ঞ। তাঁদের পরামর্শ আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও কার্যকর করতে সহায়তা করবে।”

 

সভায় উপস্থিত ব্যক্তিরা ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি নিয়ে পরামর্শ ও মতামত দেন। আলোচনায় সমাজে টেকসই পরিবর্তন আনতে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বও বিশেষভাবে উঠে আসে।

 

এওআইসি ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে কমিউনিটির পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

 

ফাউন্ডেশনের চলমান প্রকল্প ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.aoicfoundation.org