• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হয়রানী মুক্ত ভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান ক্রয় করা হবে- মহা পরিচালক খাদ্য অধিদপ্তর।

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

খাদ্য অধিদপ্তর মহা পরিচালক মো আবুল হাছানাত হুমায়ুন কবির বলেছেন, সুনামগঞ্জ জেলার ধান চাল সংগ্রহ অভিযান আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হবে। এবার সুনামগঞ্জ জেলার ১২ উপজেলায় ১৪ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। হয়রানী মুক্ত ভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে। কোন মধ্য স্বত্ব ভোগী ,দালাল, ফড়িয়াদের কাছ থেকে ধান না কেনার জন্য খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। প্রকৃত কৃষক যেন তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে পান এবং খুব সহজেই ধান গুদামে দিতে পারেন এজন্য সব কিছুই করা হবে। কৃষকদের সর্বোচ্চ সুবিধার বিষয়টি সরকার মাথায় রেখেই কার্যক্রম চালাচ্ছেন। আতপ চাল ক্রয় আরও বৃদ্ধির জন্য মিল মালিক দের দাবীর প্রেক্ষিতে আশ্বাস প্রদান করেন। সুনামগঞ্জ জেলার লক্ষ্যমাত্রা পূরণ করা হলে প্রয়োজনে আরও বরাদ্দ বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। হাওর অঞ্চলের কৃষকদের কথা বিবেচনা করে কর্তৃপক্ষের সাথে আলাপ করে ও এম এস এর মাধ্যমে আটা বিক্রির ও আশ্বাস দিয়েছেন। ক্রয় কেন্দ্র বৃদ্ধির দাবী পুরনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও জানান এ বছর ৩৬ টাকা কেজি ধরে অর্থাত ১৪৪০ টাকা মনে ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কৃষি কার্ড পর্যায় ক্রমে যাচাই-বাছাই করে প্রকৃত কৃষক দের সমন্বয়ে তালিকা করার কথা উল্লেখ করেছেন।

১৭ এপ্রিল সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার ধান, চাল সংগ্রহ বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব‍্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো তোফায়েল আহমেদ,সিলেট আঞ্চলিক খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদ পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, জেলা মিল মালিক সমিতির সভাপতি জিয়াউল হক,আশ্রাফুল ইসলাম চৌধুরী,জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ, সহ ইউএনও গণ উপস্থিত ছিলেন।