• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ডাচ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫
জগন্নাথপুরে ডাচ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

বিবিএন নিউজ:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ডাচ বাংলা ব্যাংক পিএলসি ২৪৩তম শাখার শুভ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে জগন্নাথপুর পৌর শহরের মিলেনিয়াম ট্রেড সেন্টারের বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল মতিন এস্টেটের দ্বিতীয়তলায় ডাচ্ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আবেদুর রহমান শিকদার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে জগন্নাথপুর শাখার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক পিএলসির সিলেট শাখার ব্যবস্হাপক চৌধুরী আবুল কালাম পারভেজ, সুনামগঞ্জ শাখার ব্যবস্হাপক মোহাম্মদ গোলাম আজাদ, জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক মিটন চৌধুরী। সহ ব্যংকের সিলেট অঞ্চলের বিভিন্ন পর্যায়ের শাখা ব্যবস্হাপকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার,মিলেনিয়াম ট্রেড সেন্টারের মালিক মির্জা আবুল কাশেম স্বপন,অ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন, ব্যবসায়ী আজাদ মিয়া,ইসহাক মিয়া,প্রদীপ সূত্রধর,শ্যামল গোপ,মাওলানা এমরান আহমেদ সহ ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক মিটন চৌধুরী জানান, গ্রাহকদের জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ উন্নত সেবার নিশ্চয়তা দিয়ে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় আমরা যাত্রা শুরু করেছি। শুরুতে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়ায় আমরা অভিভূত। আমরা বিশ্বাস করি ডাচ বাংলা ব্যাংক জগন্নাথপুরবাসীর প্রিয় ব্যাংক হয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিবে। আমরা উন্নত সেবা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।