• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন। জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন স্থগিত।

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার নব গঠিত সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন দাবীতে দ্বিতীয় দিনে সুনামগঞ্জ সিলেট মহা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা দীর্ঘ চার ঘন্টা সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। অবরোধের খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলার ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহারের জন্য বললে তারা রাজী হননি। পরে ইউএনও জেলা প্রশাসক কে জানালে জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া ছুটে যান। আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এক বৈঠকে মিলিত হন। এ সময় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোস্তাক আহমেদ ভূইয়া, শান্তিগঞ্জ উপজেলা ইউএনও সুকান্ত সাহা সহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পর্যায় ক্রমে তাদের দাবী পূরণের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।

 

তাদের দাবী স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ওয়ার্ড সুবিধা এবং হাসপাতাল সেবা চালু করতে হবে।

কারণ এতে তাদের শিক্ষা জীবন হুমকির সম্মুখীন।

গত ১৫ এপ্রিল সকাল থেকেই তারা মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস, মো. ইব্রাহীম, পৃথ্বীরাজ চৌধুরী, তাহরিম আক্তার, সায়মা আক্তার রিমা, সানজিয়া তাবাসসুম মাইসা প্রমুখ। এসময় সুনামগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

তাদের শ্লোগান ছিল, এরপর ‘অজুহাতের সুযোগ নাই, অবকাঠামোগত উন্নতি চাই’, ‘এই ব্যর্থতার দায় কার কলেজ না সরকারের’, সিএ নাই, রেজিস্টার নাই, ওয়ার্ড চালাবে কারা ভাই’, ‘ওয়ার্ড ক্লাসে অবহেলা মানি না, মানবো না’, ‘ওয়ার্ড ছাড়া মেডিকেল চলবে না, চলবে না’ সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি মেডিকেল কলেজের হৃদপিন্ড বা হার্ট হলো হাসপাতাল। মেডিকেল কলেজে যদি হাসপাতাল চালু না থাকে শিক্ষার্থীরা ওয়ার্ড ক্লাস, আউটডোরের কাজ, প্র্যাকটিক্যাল, সার্জারির কাজ হয় না। সুনামগঞ্জ সদর হাসপাতালেও আমরা যেতে পারছি না, কারণ আমাদের ট্রান্সপোর্ট সুবিা নেই। সুনামগঞ্জ মেডিকেল কলেজ থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালের দুরত্ব ২০ কিলোমিটার। আগে একটি বাস ছিল এখন না থাকায় আমরা খুব কঠিন অবস্থার মধ্যো আছি। অনতিবিলম্বে আমাদের দাবী মেনে আমাদের সঠিক শিক্ষার পরিবেশ করে দিতে সরকারের কাছে জোর দাবী জানাই।

সুনামগঞ্জ সদর হাসপাতালেও আমাদের জন্য যথাযথ সুবিধা নেই। মেডিকেল ও ওয়ার্ডক্লাস ছাড়া কেউ ডাক্তার হলেও কোন ভ্যালু থাকবে না। কর্তৃপক্ষ যদি আমাদের যথাযথ সুবিধা না দিতে পারে তাহলে কেন হসপিটাল চালু করেছে। সুবিধা না দিতে পারলে এটি বন্ধ করে দেয়া হোক। স্বাস্থ্যমন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে আমাদের দুই দফা দাবি মেনে নিতে হবে। নইলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের শিক্ষা জীবনের ক্ষতির দায়ভার স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, কলেজ কর্তৃপক্ষ কে নিতে হবে।

জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান আমি তাদের আশ্বস্ত করি যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবী গুলো পর্যায় ক্রমে পুরন করা হবে তখন তারা তাদের আন্দোলন স্থগিত করেন।