• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে সড়ক দুর্ঘটনায় সামছু নামের এক বৃদ্ধের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫
ছাতকে সড়ক দুর্ঘটনায় সামছু নামের এক বৃদ্ধের মৃত্যু

বিবিএন নিউজ:

ছাতকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মো.সামছু মিয়া নামের এক বৃদ্ধ ব্যাক্তি। মঙ্গলবার (১৫ এপ্রিল ) বিকেলে ছাতক- সিলেট সড়কের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নি*হ*ত ব্যাক্তি মো. সামছু মিয়া ছাতক উপজেলার নোয়ারাই

ইউনিয়নের চরবাড়া-ভাটিপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র।

 

স্থানীয় সুত্রে জানাগেছে,মঙ্গলবার বিকেলে তিনি তাজপুর

গ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে দু*র্ঘ*ট*নার শিকার

হন।

 

একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে তিনি নামার সাথে-সাথে আরেকটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় তিনি রাস্থায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়

লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর তার মৃত্যু ঘটে।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান,ছাতক-সিলেট সড়কের তাজপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন এ খবর তিনি পেয়েছেন।