• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

জগন্নাথ পুর মিনাজপুরে ফিরোজ মিয়ার সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫
জগন্নাথ পুর মিনাজপুরে ফিরোজ মিয়ার সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বিবিএন ডেস্ক:দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, মিনাজপুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা শাখার সম্মানিত প্রতিষ্টাতা সহ- নাজিম জনাব ফিরোজ মিয়া সাহেবের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । গতকাল ১৭/০৩/২০২৫ইং রোজ সোমবার দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মিনাজপুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা শাখা কেন্দ্রের উদ্যোগে গূণীজন সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অত্র কেন্দ্রের সভাপতি জনাব জসীম উদ্দিন ফারুক।

অত্র কেন্দ্রের প্রধান ক্বারি সমছু মিয়া সুজল এর পরিচালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন অত্র কেন্দ্রের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন মাহি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ফুলতলী এর সাবেক ক্বারী জনাব শামসুল হক ক্বারীছাব হুজুর।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ফিরোজ মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুলক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট জগন্নাথপুর উপজেলার বিশেষ অডিটার ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী অত্র কেন্দ্রের নাজিম মোহাম্মদ নজির উদ্দিন আহমেদ।

রসুলগন্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসা শাখার সম্মানিত প্রধান ক্বারী হাফিজ শওকত আলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্বারী শিহাব উদ্দিন খান আরও বক্তব্য রাখেন অত্র কেন্দ্রের সহ ক্বারি মাস্টার রূহুল আমিন, ক্বারি আবুসালেহ,ক্বারি শফিকুর রহমান,

ক্বারি হাফিজ নুরোল ইসলাম,ক্বারি হাসান আহমদ ও ক্বারি তামিম আহমদ প্রমুখ। পরিশেষে দেশ বিদেশের মুসলিম উম্মাহর জন্য দোয়া পরিচালনা করেন ক্বারী শামসুল হক হুজুর।