• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণী গণধর্ষণের শিকার, দুইজন আটক

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১১, ২০২৫
সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণী গণধর্ষণের শিকার, দুইজন আটক

বিবিএন নিউজঃ

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে দলবেঁধে ধ*র্ষ*ণে*র অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার ছড়াগাঙ রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটেছে।

 

পুলিশ হাতে আটক দুজন হলেন,শাহপরান থানার দলুই পাড়ার আনোয়ার হোসেনের ছেলে রাকিব মিয়া (২৫) ও একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম (২৫)।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকায় এক তরুণী গণ ধ*র্ষ*ণে*র এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভুক্ত- ভোগী ওই মেয়ের বাবা জানান,সকালে তার মেয়ের মোবাইল থেকে একটি ফোনকল আসে।ফোনকলে তাকে জানানো হয় চা বাগান এলাকায় তার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এসময় তাকে উদ্ধার করার কথাও জানানো হয়। পরবর্তীতে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের কাছে যান।

 

মেয়ের বাবা আরো জানান,তার মেয়ে মানসিক ভারসাম্যহীন। এজন্য তার চিকিৎসা চলছে।গত ৪দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান পাননি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর ভুক্তভোগীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। রাত ১০ টার দিকে দুইজনকে আটক করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।