• ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বাজার পরিস্থিতি বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সুনামগঞ্জে বাজার পরিস্থিতি বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:

রমজানকে সামনে রেখে সুনামগঞ্জে বাজার পরিস্থিতি বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (২৬ ফেব্রæয়ারি) দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়র হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার তাপস ঘোষ, সুনামগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেরা ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, অর্থ সম্পাদক আলাল উদ্দিন, সেরুজ্জামান, ফারুক মিয়া, মুদি দোকানী গৌরাগং দে, মৎস্য বিক্রেতা সমিতির সভাপতি সহিবুর রহমান, মৎস্য ব্যবসায়ী মোক্তার হোসেন প্রমুখ।