• ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে জেলা কাবিটা কমিটির সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫
সুনামগঞ্জে জেলা কাবিটা কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

জেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকউিটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, অতিরিক্ত পাবলিক প্রসিকউিটর (এপিপি) অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ, নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, কনজুমার এসসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা কাবিটার কমিটির সদস্য আবু নাছের প্রমুখ।

 

সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, শন্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল রায়, পানি উন্নয়ন বোর্ডের শাখা অফিসার সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ উপজেলার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন।