সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাউড়া বিওপি কর্তৃক গত ৩ ফেব্রুয়ারি রাতে সীমান্ত পিলার-১২১৫/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালাইগাঁও নামক স্থান হতে মালিকবিহীন ২৫১৬০ পিস ভারতীয় ঔষধ (Progesterone inj-100 mg) আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫২,৮৩,৬০০/- টাকা। এছাড়াও ডুলুরা, চিনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া এবং টেকেরঘাট বিওপি কর্তৃক সীমান্ত হতে চেংবিল, শিলডোয়ার, লালঘাট, মোকামছড়া এবং বড়ছড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী এবং মটর সাইকেল আটক করা হয়। যার সিজার মূ্ল্য ২,৬৭,৯৬০/- টাকা। *অদ্য ৪ ফেব্রুয়ারি সর্বমোট ৫৫,৫১,৫৬০/- (পঞ্চান্ন লক্ষ একান্ন হাজার পাঁচশত ষাট) টাকা মূল্যের ঔষধসহ অন্যান্য মালামাল আটক করা হয়েছে।* এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।