• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

হাজার হাজার মুসল্লীদের চোখের জ্বলে শেষ বিদায় নিলেন আল্লামা আব্দুল হাই মুহাদ্দিস ছাহেব।

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫
হাজার হাজার মুসল্লীদের চোখের জ্বলে শেষ বিদায় নিলেন  আল্লামা আব্দুল হাই মুহাদ্দিস ছাহেব।

ছাতক প্রতিনিধি:

ছাতকে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের বাড়িতে সৎপুর কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, সর্বজন শ্রদ্ধেয় 

আলেমে দ্বীন, ছাতকী হুজুর নামে পরিচিত হযরত মাওলানা আব্দুল হাই সাহেবের দাফন সম্পন্ন করা হয়েছে।  

 

মুক্তিরগাও গ্রামের পশ্চিমের মাঠে শুক্রবার বিকাল ৩. ৩০ ঘটিকার সময় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় । জানাজায়

ঈমামতি করেন, হজরত মাওলানা পীরজাদা মাসরুর আহমদ খান, রামপুরী। 

 

মরহুমের জানাজার পুর্বে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। 

 

আরো অংশ নেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা শফিকুর রহমান,সাবেক প্রিন্সিপাল মাওলানা আবু জাহিদ মোহাম্মদ নোমান,বেতকুনি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ বেতকুনি, গোবিন্দ নগর মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানি,খরিদিচর আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আফতাব উদ্দিন আল ফারুক,ছাতক জালালিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ,সৎপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ চৌধুরী,ছাতক বাসষ্ট্যান্ড জামে মসজিদের ঈমাম,মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন,জামায়াত নেতা এডভোকেট রেজাউল করিম তালুকদার,হেফাজতে ইসলাম ছাতক উপজেলা শাখা নায়েবে আমীর মাওলানা ফজলুর রহমান, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী,ছাতক জালালিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাও. আলী আজগর খান,কালারুকা মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সহকারী অধ্যাপক সুনামগঞ্জ দ্বীনি ফাজিল মাদ্রাসা মাওলানা আবু তাহের মোহাম্মদ খালেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,কাজি মাওলানা আব্দুস সামাদ।

 

মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা আব্দুল মালিক ও মরহুমের পুত্র ইমাদ উদ্দিন। 

 

মরহুমের জানাজায় সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে 

আলেম- ওলামা,শিক্ষার্থী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গ্রাম ও এলাকার সর্বস্তরের মানুষ,ব্যবসায়ী,সরকারি কর্মকর্তা, 

সাংবাদিক, সামাজিক সংগঠন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক

শিক্ষার্থী সহ সর্বস্তরের মুসল্লীগন উপস্থিত ছিলেন।