• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫
সুনামগঞ্জে হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: আখতারুজ্জামান। এর আগে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। #