• ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা অবনী মোহনদাস গ্রেপ্তার।

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫
সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ  নেতা অবনী মোহনদাস গ্রেপ্তার।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট. অবনী মোহন দাসকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। সোমবার বিকালে উনার নিজ রাজনৈতিক কার্যালয় থেকে গ্রেফতার হয়।

 

পুলিশ সুত্রে জানা যায় গত জুলাই আগস্টে ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় অবনী দাসকে গ্রেফতার করা হয়েছে।

 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় অবনী মোহন দাসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।