• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে নানা পণ্য আটক।

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে নানা পণ্য আটক।

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে নানা পণ্য আটক করা হয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ৩০ ডিসেম্বর ভোর থেকেই সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্য গণ। এতে ৩০ লক্ষ ৪১ হাজার টাকা মূল্যের নানা পণ্য আটক করা হয়েছে। আটককৃত পণ্য গুলোর মধ্যে

রয়েছে, ১৬ টি ভারতীয় গরু, ৯৫ কেজি চিনি,১ হাজার কেজি কয়লা,৩২০ কেজি শুঁটকি, ৪৪০ কেজি কমলা,৪৩ বোতল মদ,৬ টি বিয়ার,১৭০ ঘনফুট বালু,২৭০ কেজি বাংলাদেশী সুপারি সহ ১ টি যানবাহন।যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ ৪১ ,হাজার টাকা।

 

সুনামগঞ্জ ২৮- বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত মদ এবং বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গরু,চিনি,কয়লা,কমলা,বালু, শুঁটকি, সুপারি, যানবাহন সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।