• ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪
সুনামগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে ২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল তিনটায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন।

 

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, লেফটেন্যান্ট মোহাম্মদ গোলাম নাহিদ মুরাদ, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ নাছিম উদ্দিন।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. মহিবুল্লাহ আকন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সুনাগমঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈদ উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক ইমন দোজা আহমদ, ছাত্র-জনতার গণআন্দোলনে শহিদ আয়াত উল্লাহ’র বাবা সিরাজুল ইসলাম, আহত জহুর আলী, অভি মিয়া প্রমুখ।

 

সভার শুরুতেই শহিদ আয়াত উল্লাহর বাবা সিরাজুল ইসলাম ও শহিদ সোহাগ মিয়ার বাবা মো. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দর্শক সারিতে বসে থাকা আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত ও বাংলাদেশের সমৃদ্দি কামনা করে বিশেষ মোনাজতা করা হয়।