• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সময় মতো হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু ও শেষ করতে হবে – পানি সম্পদ উপদেষ্টা।

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪
সময় মতো হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু ও শেষ করতে হবে – পানি সম্পদ উপদেষ্টা।

সুনামগঞ্জ প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের লাখো মানুষ বোর ফসলের উপর নির্ভরশীল। বোর ফসল অকাল বন্যা ও পাহাড়ি ঢলের হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সকল অনিয়ম দূর করে যথা সময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলে, সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন কাবিটা নীতিমালার মধ্যেই কাজ করতে হবে, গণশুনানী করে পিআইসি গঠন করে মজবুত বাঁধ নির্মাণ এবং অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ করা যাবে না। অতীতে যেসব অপ্রয়োজনয়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল তা তদন্তপুর্বক ব্যবস্থা নিতে জেলা প্রশাসক কে নির্দেশ প্রদান করেন। প্রতিটি বাঁধের পাশে যাবতীয় তথ্য সম্বলিত সাইনবোর্ড থাকতে হবে । সুনামগঞ্জ শহরের খামার খাল সহ ৫ টি খাল অবৈধ দখলকারীদের কবল থেকে উদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

 

 

২৬ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাবিটা কাজ বাস্তবায়ন সংক্রান্ত জেলার সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন পানি সম্পদ মন্ত্রানালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া ,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মামুন হাওলাদার নির্বাহী প্রকৌশলী ২ এমদাদুল হক, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, সচেতন নাগরিক সমাজ, ছাত্র -জনতার, কৃষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।